নিজস্ব প্রতিবেদক, মির্জাগঞ্জ:: মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রামে।
নিহত মিম আক্তার (০৯) ওই গ্রামের নাসির হাওলাদারের মেয়ে ও ঝোপখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, ওই দিন সবার অগোচরে মিম আক্তার পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালি, বিভাগের খবর