বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ১০ মার্চ ২০১৭
দক্ষিণাঞ্চলের সুফি সাধক হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র:) মাজার জিয়ারত করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিপ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শুক্রবার জুমার নামাজ আদায় করার পরে তিনি কবর জিয়ারত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি, মোসা. জেবুনন্নেছা আফরোজ এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, মো. শওকত হাচানুর রিমন এমপি, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, বেতাগী পৌর মেয়র মো. গোলাম কবির, বাউফল পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, রাঙাবালি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পটুয়াখালী জেলা জাতীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট উজ্জাল বোস সাধারণ সম্পাদক মো. মো. শাহানুর, মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান, উপজেলা যুবলীগ নেতা মো. জালাল জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল সিকদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার জোমাদ্দার প্রমুখ।
এর আগে পটুয়াখালি ও বরগুনা জেলা আ’লীগ আয়োজিত তৃণমূল সমাবেশ প্রস্তুতিমূলক সভায় হাসানাত প্রধান অতিথি হিসেবে অংশ নেন।’’