মির্জা ফখরুলকে কৃষক লীগের সমাবেশে যাওয়ার দাওয়াত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আজ শুক্রবার সন্ধ্যায় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাহির তুহিনের মাধ্যমে এই দাওয়াত পৌঁছে দেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ। এ তথ্য নিশ্চিত করে কৃষক লীগের সভাপতি সমির চন্দ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ সন্ধ্যায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাহির তুহিন তার এক সহকর্মীর মাধ্যমে আমাকে ফোন করে কৃষক সমাবেশের খোঁজখবর নেন এবং মহাসমাবেশের মঙ্গল কামনা করেন। আমি তাকে কৃষক লীগের সমাবেশে যোগদানের জন্য আমন্ত্রণ জানাই। একই সঙ্গে তার (তুহিনের) মাধ্যমে কৃষক দলের সাবেক সভাপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসমাবেশে যোগদানের জন্য দাওয়াত পৌঁছে দেই।’
কৃষক লীগের মহাসমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে সংগঠনের সভাপতি সমির চন্দ বলেন, ‘আগামীকাল শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাতার পর এই প্রথম কৃষক লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে কৃষক লীগের তিন লক্ষাধিক নেতাকর্মী ছাড়াও সাধারণ কৃষক যোগ দেবেন। আমরা পুরো প্রস্তুতি শেষ করেছি। তিনি বলেন, কৃষক ছাড়াও কৃষাণীরা এতে অংশ নেবেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠাতার পর এটাই প্রথম আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কৃষক লীগের মহাসমাবেশ।
এদিকে, আজ দুপুরে কৃষক লীগের এক আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামীকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব কালকের সমাবেশ লক্ষ্য করার জন্য, আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে’।
জাতীয় খবর, রাজনীতির খবর