বরগুনার পাথরঘাটায় দুই মাঝি ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন অপহরণের ১৩ দিন পর অপহৃত মো. ইউসুফ মিয়া ও মো. রবিউল ইসলাম। রোববার সন্ধায় পাথরঘাটা বিএফডিসি (বাংলাদেশ ফিশিং ডেভেলপমেন্ট কর্পোরেশন) ঘাটে তারা ফিরে আসেন।
জলদস্যু কতৃক অপহৃত মাঝিদের বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে ও বরগুনার নলটোনা ইউনিয়নে। গত ১৯ নবেম্বর সুন্দরবনের মান্দারবাড়িয়া খালে বরশি দিয়ে মাছ ধরা অবস্থায় তাদের অপহরণ করে ডন নামে দস্যু বাহিনীর সদস্যরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানান,১৯ নবেম্বর সুন্দরবনের মান্দারবাড়িয়া খালে এফবি বাবুল ট্রলারের ইউসুফ ও এফবি ভাই ভাই ট্রলারের মাঝি রবিউল ইসলামকে অপহরণ করে সুন্দরবনের জলদস্যু বাহিনী।
অপহরণের পর ২৪ নবেম্বর জেলে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে জলদস্যু বাহিনীর দাবি অনুযায়ী স্বজনরা দুদিনে বিকাশের মাধ্যমে জলদস্যুদের ৩ লাখ টাকা দিয়ে তাদের মুক্ত করেন।”
বরগুনা