বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় অপহৃত হওয়া এফবি তরিকুল নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১৭ জেলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। রোববার (০৭ জানুয়ারি) দুপুরে তারা বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতিতে আসেন।
এর আগে গত শুক্রবার ভোরে সোনারচর এলাকা থেকে দক্ষিণে মাছ ধরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে কক্সবাজারের মহেশখালীর জলদস্যু হাসান বাহিনী।
ফিরে আসা জেলে মিজান, কামাল, রাসেল, ফোরকান ও জামালসহ ১৭ জন। তাদের প্রত্যেকের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
ট্রলারের মাঝি মিজান বলেন, বিভিন্ন মোবাইলে বিকাশের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পর আমাদের ছেড়ে দেয়া হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বরিশালটাইমসকে বলেন, পুলিশ, কোস্টগার্ড ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে দ্রুত ছেড়ে দেয় জলদস্যু বাহিনী।’
শিরোনামOther