বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সচেতন সকলকে আমাদের নতুন সদস্য হিসেবে নিতে হবে। কোন ক্রমেই মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সদস্য হিসেবে নেয়া যাবে না। তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে বলেন, আমার দাদা বরিশালের মাটি ও মানুষের সাথে বেড়ে উঠেছে।
নগরীর ২৩ ও ৭ নম্বর ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তাব্যে এসব কথা বলেন বরিশাল মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক সাদিক আব্দুল্লাহ।
তিনি বলেন- আমার বাবা বরিশালের মানুষের সেবায় আজীবন কাজ করে গেছেন। আমিও আপনাদের সেবায় নিয়োজিত হতে চাই। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
এতে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসুর আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
সভায় বক্তাব্য রাখেন- ওই ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার ও রেশমী বেগম প্রমুখ। পরে রাতে নগরীর ৭ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়নের সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন- বরিশাল মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, নিগার সুলতানা হনুফা, রফিকুল ইসলাম খোকন, সুমন সেরনিয়াবাত, ইমরুল আহমেদ এবং মো. আসলাম প্রমুখ।”
শিরোনামবরিশালের খবর