বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:৩৬ অপরাহ্ণ, ০৩ জানুয়ারি ২০২০
বার্তা প্রতিবেদক, গলাচিপা:: বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালীর গলাচিপায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ঈসা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ১ জানুয়ারি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে গলাচিপা ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে তাকে গলাচিপা বনিক সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার এমডি শিহাব মাহমুদ নামের ফেসবুক আইডি থেকে বনিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ঈসাকে শুভেচ্ছা জ্ঞাপন করে ফেসবুকে স্টাটাস দেন।
উক্ত স্টাটাসে এমডি শাহিন নামের ফেসবুক আইডি থেকে “বীর মুক্তিযোদ্ধা না বিতর্কিত মুক্তিযোদ্ধা” উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আবুল কালাম মো. ঈসার বড় ছেলে মারুফ মো. ইভান বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মো. কাদের বিশ্বাস, মো. নিজাম উদ্দিন তালুকদার, মু. নুরুল ইসলাম ধলা, আবুল কালাম সামসুদ্দিন সানু, মো. ফজলুল করিম প্রমুখ।
বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ফেসবুকের সূত্র ধরে তদন্ত চলছে।