৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মুক্তিযোদ্ধার ৪ খুনির আত্মসমর্পণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২১ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৬

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুস ছালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ওয়ার্ড যুবলীগ সভাপতি ইউপি সদস্য নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আসামিরা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে আদালত এ মামলায় সন্দেহজনকভাবে পূর্বে গ্রেফতারকৃত ফারুক মুন্সি ও বাদশাহ মোল্লাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আত্মসমর্পণ করা ব্যক্তিরা হলেন রাজাপুরের ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

গত ১৪ নভেম্বর বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খানকে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা এলাকায় পিটিয়ে আহত করা হয়। পরের দিন সকালে মৃত্যু হয় তার।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন