ঝালকাঠি: ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ ভাসানী) ঝালকাঠি জেলা সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা ডা. লুৎফর রহমান (৭৩) আর নেই। সোমবার সকাল ১১ টায় নলছিটির সরই গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)।
সোমবার বিকেলে আছর নামাজ বাদ ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় নিজবাড়ির এলাকার চরবারইকরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে আত্মীয় সূত্র জানান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঝালকাঠির এমপি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, নলছিটি পৌর মেয়র তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুচ লস্কর, জেলা কৃষকলীগ সভাপতি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম আল আমিন, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান ।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর