মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনটি ধসে পড়েছে। এ ঘটনায় দুজন অগ্নিনির্বাপণ কর্মী আহত হয়েছে।
গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ‘প্যাটেল চেম্বার’ নামের ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে গিয়ে ফায়ারের দুই কর্মী আহত হয়েছেন।
ভবনের লেভেল-৩ এ আগুনের সূত্রপাত বলে মনে করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
Other