বার্তা পরিবেশক, অনলাইন::: মুরগিকে ‘খুন’ করা হয়েছে, এমন অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন এক দম্পতি। এমনকি মুরগির ময়নাতদন্তও দাবি করেছেন তারা।
সম্প্রতি আটটি মুরগি মারা যাওয়ার পর তাদের খুন করা হয়েছে বলে দাবি জানায় ভারতের পিশ্চমবঙ্গের জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম এবং মুনসুরা বেগম দম্পতি।
এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশও এসব মুরগির ময়নাতদন্ত করবে বলে জানা যায়।
ভারতের সংবাদমাধ্যমে বলা হয়, ওই দম্পতির প্রতিবেশী ইমাজ্জিন আলী। তার মরিচ খেতে মাঝেমধ্যেই ঢুকে পড়ত মুরগিগুলো। এ বিষয়টি ভালো চোখে দেখতেন না ইমাজ্জিন।
দম্পতির অভিযোগ, সোমবার মরিচ খেতে ঢুকে পড়া মুরগির জন্য বিষ মেশানো মুড়ি, ভাত ছড়িয়ে রাখে ইমাজ্জিন। ওই খাবার খায় ৮টি মুরগি। খাবার খাওয়ার পর সবগুলো মুরগিই মারা যায়।
পুলিশ জানায়, ওই দম্পতির অভিযোগ মুরগিদের ‘খুন’ করা হয়েছে। তাই তাদের ময়নাতদন্ত করতে হবে। আইন অনুযায়ী, কোনও পশু বা প্রাণীকে খুন করা আইনত দণ্ডনীয় অপরাধ। হতে পারে জরিমানাও। সে জন্য অভিযোগ নেয়ার পাশাপাশি মুরগিদের ময়নাতদন্ত করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে তাদের।
Other