১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মুলাদীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৬

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলার হেলাল উদ্দিন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার বেলা ১২টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন হাওলাদার ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মতিউর রহমান জানান, হেলাল উদ্দিনের মেয়ের ঘরের বখাটে নাতি সাদিক (১৩) রোববার রাতে বাড়ির পাশে তাস খেলায় অংশ নেয়। এসময় একই বাড়ির আলাবক্স মিয়ার ছেলে নান্নু এবং নান্টু তাকে মারধর করে তাড়িয়ে দেয়।

দ্বিতীয়বার অংশ নিতে গেলে ফের সাদিককে মারধর করে। এ সময় নানা হেলাল উদ্দিন বিষয়টি জানতে গেলে তাকে লাঠি দিয়ে পিটুনী দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে হেলাল উদ্দিনকে ঘরে দিয়ে যায়।

সোমবার সকালে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

এ ঘটনায় স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের পরবর্তী অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

46 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন