ঘণ্টা আগের আপডেট রাত ১:৪৭ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

মুলাদীতে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

বরিশালটাইমস রিপোর্ট
৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

বরিশাল: বরিশালের মুলাদীতে বেইলি ব্রিজ ভেঙে যান (বাস-ট্রাক) চলাচল বন্ধ রয়েছে। শনিবার(১৭ সেপ্টেম্বর)সকালে চাল বোঝাই ট্রাক নিয়ে উপজেলার কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বন্দর সংলগ্ন ব্রিজটি ভেঙে নিচে পড়ে। তবে, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরাতন এ ব্রিজটি জোড়াতালির ওপর দিয়েই যানবাহন পারাপারে ব্যবহৃত হচ্ছে। সকাল ৮টার দিকে মুলাদীর দিকে আসা একটি ট্রাক ব্রিজটিতে উঠলে তা ভেঙে নিচে পড়ে যায়।

এরপর থেকেই বরিশাল ও বাবুগঞ্জের সঙ্গে মুলাদী ও হিজলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বিকল্প পথ দিয়ে মোটরসাইকেল ও অটোরিকশায় চলাচল করলেও তা দিয়ে বাস-ট্রাক চলাচল সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রাকে থাকা চাল সরানোর কাজ শুরু হয়েছে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া বলেন, সকাল ৮টার দিকে ব্রিজ ভেঙে পড়ার পর বরিশালের সঙ্গে মুলাদী ও হিজলার সরাসরি সড়ক (বাস-ট্রাক) যোগোযোগ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের উপস্থিতিতে প্রথমে ট্রাক থেকে চাল সরানোর কাজ চলছে। এরপর ট্রাকটি উদ্ধার অভিযান শুরু হবে। পরে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজ মেরামত কাজ শুরু করবে। ব্রিজ মেরামত করতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে বলে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বলেন, তার পক্ষ থেকে দ্রুতটি ব্রিজটি সংস্কার করে সড়ক যোগাযোগ চালু করে দেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে। তবে, মীরগঞ্জ থেকে মুলাদী সদর উপজেলা পর্যন্ত যে কয়টি (৮/৯টি) বেইলি ব্রিজ রয়েছে তা কংক্রিটের ব্রিজ করার জন্য আমি সড়ক ও জনপথ বিভাগকে বহু আগে থেকে বলে আসছি। এ বিষয়ে ডিও লেটারও মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে, কোনো কার্যক্রম এখনো চোখে পড়ছে না।

তিনি আরও বলেন, কখনো বেইলির পাত ভেঙে যাওয়া, কখনো ব্রিজ ভেঙে যাওয়াসহ নানা সমস্যা চলতে থাকায় আমার এলাকার জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

অপরদিকে, বরিশাল-বাবুগঞ্জ থেকে মুলাদী যেতে মীরগঞ্জ ঘাটে আর একটি ফেরি দেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। কিন্তু সেই এক ফেরিতেই এখনো যানবাহন পারপার করতে হচ্ছে। যার ফলে, ভোগান্তি কমছে না, এ অঞ্চলের মানুষের। আমরাও স্বাভাবিক চলাচল করতে পারছি না।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, বেইলি ব্রিজটি মেরামতে ১৫/২০ দিন সময় লাগবে। এখন বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। পাশাপাশি ওখানেই একটি প্রকল্পের মাধ্যমে কংক্রিটের ব্রিজ নির্মাণের চিন্তাভাবনা করা হয়েছে।

টাইমস স্পেশাল, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বিস্ফোরক মামলায় কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু  আদালতে বিচারককে জুতা নিক্ষেপ করলেন নারী  ঋণ নিয়ে টমটম কিনছিলাম সেটিও নিলো চোরে  বাবুগঞ্জে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত  ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি  বরিশাল মহানগর বিএনপির দায়িত্ব পেলেন জিয়া সিকদার  বরগুনায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে কলেজছাত্রী  বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি: ১১ ব্যবসায়ীকে জরিমানা  পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার  পিরোজপুরের হাজারো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ মানুষদের নিয়ে সাংস্কৃতি প্রতিযোগিতা