বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৮ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০১৬
মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইদের লাঠির প্রহারে আজাদ শরীফ (৩৩) নামে এক যুবমৈত্রীর সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের চাচাতো ভাই মো. শাওন, মো. সাবুর এবং চাচা ছত্তার শরিফ ও চাচি মাহামুদা বেগমকে আসামী করা হয়েছে মামলায়।
ঘটনায় আটক চাচা ছত্তার শরিফ ও চাচি মাহামুদা বেগমকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে মুলাদী থানা পুলিশ। আজাদ মুলাদীর দড়িচর লক্ষীপুর গ্রামের ছোমেদ শরীফের ছেলে। তিনি ওয়াকার্স পার্টির অঙ্গ সংগঠন যুবমৈত্রীর সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়া জানান, শুক্রবার দুপুরে আজাদ শরীফের সঙ্গে একই গ্রামে তার চাচাতো ভাই মো. শাওন ও মো. সাবুর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক হয়। এসময় লাঠি দিয়ে শাওন, সাবু ও তার স্বজনরা বেদম প্রহর করে আজদ শরিফকে। মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারনে আজাদ শরীফকে মারধর করে তার চাচাতো ভাইয়েরা। তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. সবুজ বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত শাওনের বাবা ছত্তার শরিফ ও মা মাহামুদা বেগমকে আটক করা হয়েছে। আটক দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।