বরিশাল: জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বন্দরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রবিউল হাওলাদার (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
রবিউল ওই ইউনিয়নের তয়কাটুমচর গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরিফুল (২০) নামে আরেক যুবক গুরুত্বর আহত হয়েছে।
বাটামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমান বলেন- বৃহস্পতিবার বিকেলে সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে টুমচর ও সেলিমপুরের কিশোরদের মধ্যে কথাকাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়।
আজ সকালে বিষয়টি মিমাংসা করার জন্য সেলিমপুর বাজারে স্থান নির্ধারাণ করা হয়। ঘটনার সময় টুমচর এলাকার লোকজন আসামাত্র সেলিমপুরের কিশোররা ধাওয়া দেয়।
এসময় ছুরিকাঘাত করা হলে রবিউল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
মুলাদী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইমস স্পেশাল, বরিশালের খবর