বরিশাল: অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে মুলাদী পুলিশ। পলাতক আসামী সাজাহান ফকিরকে (৬০) রোববার সকালে বরিশাল আনা হলে অসুস্থ হয়ে পড়ায় শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
সাজাহান ফকির জেলার মুলাদী উপজেলার কায়েতমারা গ্রামের আফাজউদ্দিন ফকিরের ছেলে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ১৯৯১ সালে অস্ত্র আইসের মামলায় সাজা হয় সাজাহানের। এরপর থেকেই পলাতক থাকায় থানাতে গ্রেফতারি পরোয়ানা আসে।
রাজধানীর কেরানীগঞ্জে সাজাহান ফকির অবস্থান করছেন এই সংবাদ পেয়ে মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে একটি টিম ঢাকাতে যায়। শনিবার বিকেলে স্থানীয় থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে লঞ্চযোগে বরিশালে নিয়ে আসেন।’
সাজাহান ফকির অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রোববার সকালে বরিশাল শেবাচিম হাসাপাতালে নেয়া হয়েছে। সুস্থ হলে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।’