বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৪৪ অপরাহ্ণ, ০৯ এপ্রিল ২০১৬
ইনজুরি কারণে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে যে ৩টি ম্যাচ খেলেছেন, তাতেই নিজের জাত চিনিয়েছেন। সদ্য সমাপ্ত বিশ্বমঞ্চে ৩ ম্যাচ খেলে দখলে নিয়েছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছেন টি২০তে ক্যারিয়ার সেরা ৫ উইকেট। ওই ম্যাচে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২২ রান।
প্রথমবারের মতো আইপিএলে খেলতে বাংলাদেশের কাটার মাস্টার রয়েছেন ভারতে। বিশ্বকাপের পর আইপিএলের নবম আসরে সানরাইজার্সের হয়ে নিজেকে মেলে ধরার পালা। সেটা বাস্তবে রূপ দিতে পারবেন মুস্তাফিজ। ভারতীয় মিডিয়া তো তাকে হায়দরাবাদের বোলিং লাইন-আপে ‘ফায়ারপাওয়ার’ হিসেবেই দেখছে।
মুস্তাফিজের প্রশংসায় ভারতীয় মিডিয়া লিখেছে, ‘বাংলাদেশি পেস সেনশেসন এখন জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের উত্থানে মুস্তাফিজের ভূমিকা রয়েছে। ওয়ানডেতে তার অভিষেকটাও ছিল চমৎকার। একদিনের ক্যারিয়ারের প্রথম ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। দুই ম্যাচে ১১ উইকেট। অসাধারণ পারফরম্যান্স! সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সে। বিশ্বকাপেও তার জাত চিনিয়েছে। ২০ বছর বয়সী মুস্তাফিজ অনেক দূর এগিয়েছে।’
প্রথমবারের মতো আইপিএলে খেলতে গেছেন মুস্তাফিজ। হায়দরাবাদের বোলিং লাইন-আপটা আরো শক্তিশালী হলো। বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে ভারতীয় মিডিয়া লিখেছে, ‘এক লক্ষ ৪০ হাজার রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলে বোলার হিসেবে রয়েছেন আশিষ নেহরা, ট্রেন্ট বোল্ট, বারীন্দার স্রান, ভুবনেশ্বর কুমারের মতো তারকারা। হায়দরাবাদের সেই বোলিং লাইন-আপে ‘ফায়ারপাওয়ার’ হিসেবে যোগ দিয়েছে মুস্তাফিজ।’