নলছিটিতে বোরকা পরিহিত এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও ভিডিও ধারণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সন্ত্রাসী মিঠুকে চাঁদাবাজির মামলায় আটক করেছে পুলিশ। নলছিটি থানায় ব্যবসায়ী রাসেল হোসেনের দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ বুধবার বিকেলে নলছিটির মূর্তিমান আতঙ্ক রেজাউল বাহিনীর সদস্য মিঠু সর্দারকে(২৩) আটক করে।
পুলিশ জানায়, বিগত পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যবসায়ী মোঃ রাসেল হাওলাদারের নিকট পৌর এলাকার নান্দিকাঠী গ্রামের মৃত হান্নান সর্দারে ছেলে মিঠু সর্দার ও একই গ্রামের সোহরাব শিকদারের ছেলে সাবু শিকদার ওরফে লুলা সাবু ১লক্ষ টাকা এবং প্রতি মাসে ১০হাজার টাকা করে চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত রোববার বিকেলে মিঠু ও সাবু নেতৃত্বে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী খাজুরিয়া এলাকায় রাসেল হাওলাদার ও তার ভাই এমরান হাওলাদারকে মারধর করে নগদ ১০হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়।
এ ঘটনায় বুধবার সকালে রাসেল হাওলাদার নলছিটি থানায় মিঠু ও সাবুসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে চাঁদাবাজির মামলা (মামলা নং-৩) দায়ের করলে নলছিটি থানার এসআই এস.এম শামীম বিকেল সাড়ে ৪টার দিকে নান্দিকাঠী এলাকার লতিফের হোটেল থেকে মিঠুকে আটক করে।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, চাঁদবাজির মামলার এজাহারভুক্ত আসামী মিঠুকে আটক করা হয়েছে। অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।
নলছিটির রেজাউল বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী রেজাউলের বিরুদ্ধে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, ইভটিজিং ও ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে গত ৭ মার্চ ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএম কবির হোসেন বাদি হয়ে মামলা (সি.আর-৪১/১৭) দায়ের করেন। ওই মামলায় রেজাউল জেলহাজতে রয়েছেন।”
ঝালকাঠির খবর