ভোলার চরফ্যাশনের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ করেছেন নিহতের পিতা মো. আবুল হোসেন মিয়া। এ সময় তিনি মামলা পরিচালনায় সরকার দলীয় ক্যাডার ও পুলিশী হয়রানির অভিযোগও করেন।
মঙ্গলবার ভোলা জেলা ছাত্রদল কার্যালয়ে আয়োজিত এক সংবাদক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবুল হোসেন বলেন, ‘মূল আসামিকে বাদ দেওয়ায় চার্জশিটের বিরুদ্ধে আদালতে না রাজি দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের আইনজীবী অ্যাডভোকেট হজরত আলী হিরণ। আর রবিবার রাতে পুলিশ আমার বাড়িতে গিয়ে খোঁজ করে সন্ত্রাসীরা। আমাকে না পেয়ে স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে এবং রাজ্জাক হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়।’
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, ‘২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন রাতে তার ছেলে চরফ্যাসন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাককে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় চরফ্যাসন উপজেলা ছাত্রলীগ সম্পাদক লোকমানসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। এর পর থেকেই ক্ষমতাসীন দলের লোকজনের হুমকি ধামকি ও পুলিশী হয়রানীর শিকার হচ্ছে আমার পরিবার।’
তিনি আরও উল্লেখ করেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে। ভয়ে আমি বাড়িতে থাকতে পারছি না।’
খবর বিজ্ঞপ্তি, ভোলা