৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মেঘনায় অপহৃত ৯ জেলে উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৭ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৬

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় অপহৃত ১৫ জেলের মধ্যে ৯ জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মেঘনার ঢালচর থেকে তাদের উদ্ধার করা হয়। তবে, এখনও ছয় জেলে দস্যুদের জিম্মি দশায় রয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সেলিম, সাহাবুদ্দিন, জামাল, সুজন, আলাউদ্দিন, জাহাঙ্গীর ও গিয়াস। তাদের বাড়ি মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

কোস্টগার্ড হাতিয়া স্টেশনের লে. কমান্ডার ওমর ফারুক জানান, খবর পেয়ে দুপুরে কোস্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে মনপুরার ঢালচর পয়েন্ট থেকে ৯ জেলেকে উদ্ধার করা হয়।

 

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের গ্রেফতারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ভোরে মেঘনার জাগলার চর পয়েন্ট থেকে ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

 

 

51 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন