ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে ৩ কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে বেলাল মাঝির জালে ধরা পড়েছে এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ মাছটি।
মাছটি পেয়ে দ্রুত মনপুরার সবচেয়ে বড় রামনেওয়াজ বাজার মৎস্য ঘাটে নিয়ে আসেন বেলাল মাঝি। মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। মৌসুমের শেষে বেশি ওজনের ইলিশ ধরা পড়ায় সবাই বিস্মিত।
সরেজমিনে গিয়ে জানা যায়, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটের বেলাল মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য রাত ৮টায় রামনেওয়াজ মৎস্য ঘাটে আনা হলে মনপুরার মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. ফরহাদ হাওলাদার সর্বোচ্চ দাম হাকিয়ে এটি ১০ হাজার টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. ফরহাদ হাওলাদার বরিশালটাইমসকে বলেন, গত বছরও তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরেছিলেন জেলেরা। কিন্তু আমি সে মাছটি কিনতে পারিনি।
এবার সবচেয়ে বড় ইলিশ মাছটি কিনতে পেরে আমি খুব খুশি। মাছটি আমার প্রিয় নেতা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে উপহার দেব।
শিরোনামভোলা