৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মেঘনায় জেলে অপহৃত: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ভোলার মনপুরা উপজেলা লাগোয়া মেঘনায় জলদস্যুরা মাছধরা ট্রলারে হামলা চালিয়ে আবু তাহের নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। পরবর্তীতে অপহৃত জেলে পরিবারের কাছে জলদস্যুরা তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১ টায় উপজেলার দক্ষিণে চরনিজাম সংলগ্ন মেঘনায় জেলে ট্রলারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে উপজেলার চরনিজাম সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার একদল জলদস্যু বাহিনী আবু তাহের মাঝির জেলে ট্রলারে হামলা চালায়। এই সময় দস্যু বাহিনী ট্রলারে থাকা ৯জন জেলেকে বেধড়ক মারধর করে।

এদের মধ্যে আবু তাহের মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।

অপহৃত মাঝির আড়ৎদার বাবুল মাতাব্বর সাংবাদিকদের জানান, রাত ১টায় মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার জলদস্যু বাহিনী হামলা চালিয়ে আবু তাহের মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। মাঝির পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লক্ষ টাকা দাবি করছে জলদস্যুরা।

এছাড়াও এই ঘটনা ও মোবাইল নাম্বার পুলিশকে জানালে আবু তাহের মাঝিকে মেরে ফেলার হুমকি দেন জলদস্যুরা।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান সাংবাদিকদের জানান, জেলে ট্রলারে হামলা ও অপহরণের ঘটনা শুনেছেন। অপহৃত জেলেকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যহত রয়েছে।’’

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন