বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৭ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০২১
বরিশালের মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ কোস্টগার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার হরিণাথপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে কোস্টগার্ড সদস্য পারভেজ নিখোঁজ হন।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যান্যান্ট এসএম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্টগার্ড সদস্য পারভেজের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্টগার্ডের সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্টগার্ডবাহী ট্রলার থেকে দুই সদস্য নদীতে পড়ে যান। এর পর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিলেন।