মেহেন্দিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ৪ মাদকবিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের মেহেন্দিগঞ্জে বড় একটি গাঁজার চালানসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাদের উপজেলার পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানায়- পৌরশহরের চরহোগলা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আব্দুর রহমান বিষু (১৮), কুমিল্লা জেলার মো. শফিকের ছেলে মো. ফারুক ইয়াছিন মিয়ার ছেলে মো. শাহাদাৎ এবং গাইবান্ধা জেলার দুলাল মিয়ার ছেলে সুজন (১৬) গাঁজার চালানটিসহ ভোলার ইলিশা থেকে স্পীডবোটযোগে পাতারহাট লঞ্চঘাটে এসে নেমে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজার সন্ধান পায়। এই বিষয়টি সাথে সাথে সংশ্লিষ্ট থানায় অবহিত করলে সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে একটি টিম এসে তাদের গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে গাঁজার চালানটি কুমিল্লা থেকে সড়কপথে প্রথমে লক্ষীপুর এবং সেখান থেকে নৌযানে ভোলা হয়ে মেহেন্দিগঞ্জে নিয়ে আসা হয়। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর আগেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।’
বরিশালের খবর, বিভাগের খবর