বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষাণচর নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার করা জাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল এনে পোড়ানো হয়।
কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার মো. জামালউদ্দিন বলেন- নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তারা অভিযানে নামেন। এসময় ভাসানচর নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ পাইজাল এবং ১৫ হাজার মিটার কারেন জাল জব্দ করা হয়।
এই কর্মকর্তা আরও বলেন- রাতের বেলায় জেলেরা পালিয়ে যাওয়াতে জাল জব্দ করেছেন তারা। আজ তাদের বরিশাল ষ্টেশনে এনে জাল পোড়ানো হয়েছে।’’
বরিশালের খবর