ক্রিকেট বিশ্বের তিন ফরম্যাটেই বিশ্বসেরা সাকিব আল হাসান। শুধু খেলা নয়, পরিবারকে নিয়েও প্রায়ই মিডিয়ার সামনে আসেন তিনি। এবার একমাত্র মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে ভক্তদের সামনে হাজির হলেন সাকিব।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মজার ছবি আপলোড করেছেন সাকিব। ছবিতে সাকিবকে দেখে মনে হচ্ছে যেন, মেয়ের কোলে মাথা রেখে ‘ঘুমাচ্ছেন’ তিনি।
২০১০ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয়। এরপর প্রেম। পরে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিবির। তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী এই সন্তান।
বর্তমান সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন তিনি।
বাংলাদেশ জয় পায় ১৬৩ রানে। রানের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় এটি।
খেলাধুলার খবর