ঝালকাঠি: সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মহাসিন হাওলাদার (৩০) নামে এক ভাড়ার মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ঝোপের মধ্য থেকে মহাসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহাসিন দড়িয়াপুর গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহসিন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে স্থানীয় আলমগীর মাষ্টারের বাড়িতে তার মোটরসাইকেল রেখে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোজাঁখুজি করে। শুক্রবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তের দাগ এবং কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে মহসিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৭টি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী লিজা বেগম জানান, মহসিন বাড়ির নিকটবর্তী একটি মসজিদে মুয়াজ্বিনের দায়িত্ব পালন করতে এবং ভাড়ায় মোটরসাইকেল চালাতো। তার স্বামীকে হত্যার ঘটনায় ঝালকাঠি থানায় মামলার প্রস্তুতি চলছে।