৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্যসহ নিহত ২

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৩ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০১৭

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার আমতলা বাজার এলাকার দশমিনা-কালাইয়া সড়কে এ ঘটনা ঘটে।

উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারফ (৬০), রাঙাবালী উপজেলার চরমোন্তাজ গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. হাবিব (৩৫) ও জুই (৯) শুক্রবার বিকাল ৫ টায় নিজ বাড়ী থেকে উপজেলা সদরে একটি বিয়ের অনুষ্ঠানে আসার পথে আমতলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা-কালাইয়া সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় তিনজন গুরুতর আহত হন।

আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য মোশারফ ও হাবিবের মৃত্যু হয়।

বিষয়টি শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন