৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি কমল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৪ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার এককালীন ফি কমেছে। আগে ১০০ সিসি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে এককালীন লাগত ১৩ হাজার ৯১৩ টাকা। এখন লাগবে ৯ হাজার ৩১৩ টাকা। আর ১০০ সিসির ঊর্ধ্বে লাগত ২১ হাজার ২৭৩ টাকা, সেখানে এখন লাগবে ১২ হাজার ৭৩ টাকা।

 

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. কামরুল আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসি (জ্বালানি ব্যতিত ৯০ কেজি পর্যন্ত) মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য এককালীন ১৩ হাজার ৯১৩ টাকা জমা দিতে হতো। এখন সেই টাকার মধ্যে ৯ হাজার ৩১৩ দিতে হবে। বাকি ৪ হাজার ৬০০ টাকা প্রতি দুই বছর পরপর পরবর্তী ৮ বছরে ১ হাজার ১৫০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। আর ১০০ সিসির ঊর্ধ্বে (জ্বালানি ব্যতিত ৯০ কেজির ঊর্ধ্বে) রেজিস্ট্রেশনের জন্য এককালীন ২১ হাজার ২৭৩ টাকা জমা দিতে হতো। এখন সেই ফির মধ্যে ১২ হাজার ৭৩ টাকা জমা দিতে হবে। বাকি ৯ হাজার ২০০ টাকা প্রতি দুই বছর পরপর পরবর্তী ৮ বছরে ২ হাজার ৩০০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

 

এককালীন বেশি টাকা লাগায় অনেকে রেজিস্ট্রেশন করতে অনীহা দেখতেন। অনেকের দীর্ঘ সময় লাগাত রেজিস্ট্রেশন করতে। এতে রাজস্ব কম আসত।

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র তথ্য অনুযায়ী, দেশে রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি।

 

 

57 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন