১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি নেতাকে শোকজ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করায় শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার এই শোকজ নোটিশ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করার জন্য সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদকে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করায় দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ কেন করেছেন তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় কার্যালয়ে জবাব দেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত, গত বুধবার বিকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের ব্যক্তিগত কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হয়ে বিয়াশ বাজারের জনসভায় গিয়ে মিলিত হয়। এতে পথের সাবমারসেবুল রাস্তা পুরো বন্ধ হয়ে মানুষ ও যান চলাচল মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদার মাহমুদ।

70 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন