৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মোদি ও অমিত শাহকে হত্যার হুমকি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৬ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অডিও বার্তায় হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার কর্নাটক রাজ্যের কন্নড় জেলার বাসিন্দা।

কর্নাটক পুলিশ জানিয়েছে, নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিও বার্তা পোস্ট করেন আনোয়ার। সিএএ ও এনআরসির কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুন করার হুমকি দেন তিনি।

অডিওবার্তায় আনোয়ারকে বলতে শোনা যায়, ‘ভারতে কোটি কোটি মুসলিম ও হিন্দু ধর্মের মানুষ রয়েছে। সব মুসলিমকে পাকিস্তানে যেতে বাধ্য করা হলে মোদি ও অমিত শাহ সহ আরএসএস সমর্থক হিন্দুদেরকে খুন করা হবে।’ হোয়াটসঅ্যাপে ছড়ানো ঐ অডিওবার্তার প্রেক্ষিতে যতীশ নামক এক ব্যক্তি কর্নাটকের ভিত্তাল থানায় আনোয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলে তাকে গ্রেফতার করে কর্নাটক পুলিশ।

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন