বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। মৌসুমের সর্বনিু তাপমাত্র ছিল রোববারে ৭ দশমিক ৮। ফলে ঠাণ্ডা বাতাস ও তীব্র শীতে কাতর হয়ে পড়েছে এই জনপদের মানুষ। দুপুরের রোদেও গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করছে জনসাধারণ।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে- রোববার সকালে (০৭ জানুয়ারি) বরিশালে তাপমাত্র সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে। ফলে এই অঞ্চলের ওপর দিয়ে মাঝারী শৈত্যপ্রবাহ বইছে।
এর একদিন আগে শনিবার বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার ছিল ৯ ডিগ্রি, ২ জানুয়ারি ১৭.৫ ডিগ্রি এবং বছরের শুরুর দিন ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম মিয়া বরিশালটাইমসকে বলছেন- জানুয়ারির মধ্যভাগে এই অঞ্চলের ওপর দিয়ে পুরোপুরি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে রোববারের আবহাওয়ার বুলেটিনে শীত মৌসুমে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে।’
শিরোনামOther