বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ১৪ মার্চ ২০১৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিনীতি চোপড়া। ৬ বছর চলছে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র লেডিস ভার্সেস রিকি ভেল। প্রথম চলচ্চিত্রে অভিনয় করে এই অভিনেত্রী জিতে নেন ফিল্ম ফেয়ার পুরস্কার।
তারপর ইশকজাদে চলচ্চিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে দাগ কাটেন এ অভিনেত্রী। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন পরিনীতি। তবে নানা কারনে তার হাতে তেমন কোনো চলচ্চিত্র নেই। চলতি মাস থেকে তার নতুন চলচ্চিত্র মেরি পেয়ার বিন্দু এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তবে কাজের অভাব হলে অন্য পেশায় চলে যেতেও রাজি আছেন বলে কিছু দিন আগে জানিয়েছিলেন পরিণীতি চোপড়া। সম্প্রতি ওজন ঝরিয়ে নিজেকে গ্রুম করেছেন তিনি। তা দেখে অনেকে চমকেও গেছেন। তারই দেখা মেলেছে হরপা বাজার পত্রিকার একটি ফটোশুটে। এতে আরো মোহমীয়, আবেদনময়ী রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
পত্রিকাটির শুধু কভার ফটোতে নয় বরং পুরো ফটোশুটেই তাক লাগিয়ে দিয়েছেন পরিনীতি। এই ফটোশুটের স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।