সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে জেলেদের জালে আটক হওয়া ঘড়িয়ালটি উদ্ধার করেছে রাজশাহী বন বিভাগ।
শনিবার রাতে রাজশাহী বন বিভাগের প্রধান বন্যপ্রাণী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশের সহায়তায় প্রাণিটি উদ্ধার করা হয়।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘দি বার্থ সেফটি হাউস’র সভাপতি মামুন বিশ্বাস জানান, শুক্রবার রাতে উপজেলার স্থল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের নওহাটা চর এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় খলিল ও সুমন নামে দুই জেলে ঘড়িয়ালটিকে আটক করেন। দুপুরের দিকে সেটিকে উদ্ধারের চেষ্টা করলে জেলেরা মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে বিষয়টি বন বিভাগকে অবগত করলে রাতে ঘড়িয়ালটিকে উদ্ধার করেন বন কর্মকর্তারা।
এ সময় এনায়েতপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, বন বিভাগের পরিদর্শক আশরাফ আলী, দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস, সাংবাদিক রফিক মোল্লা ও মুক্তার হাসান উপস্থিত ছিলেন।
দেশের খবর