যাত্রা পথের লঞ্চেও থেমে নেই এমপি শাওনের মানবিক কর্মকাণ্ড
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ঢাকা থেকে লঞ্চ যোগে নিজ নির্বাচনে এলাকায় রওয়ানা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার রাতে ঢাকার সদরঘাট থেকে গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেন তিনি।
সোমবার সকালে উপজেলার নাজিরপুর লঞ্চঘাটে নামবেন এমপি শাওন। তবে লঞ্চে যাত্রা পথেও থেমে নেই এই সংসদ সদস্যের মানবিক কর্মকাণ্ড। লঞ্চে চিত্রটি এমন; যেখানেই নিজ এলাকার সাধারণ জনগণ, সেখানেই এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
লঞ্চের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পূর্ব) শাখার সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাবুলসহ লঞ্চের অন্যান্য সাধারণ মানুষদের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত এই সংসদ সদস্য। লঞ্চে অসুস্থ বিভিন্ন রোগীকে আর্থিক সহায়তাও প্রদান করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।।
বিভাগের খবর, ভোলা