১০ মিনিট আগের আপডেট রাত ৮:১৮ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

যাত্রীদের পকেট কাটছে লঞ্চমালিক: এক প্যাকেট বেনসন সিগারেট ৪০০ টাকা!

বরিশালটাইমস রিপোর্ট
৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

যাত্রীদের পকেট কাটছে লঞ্চমালিক: এক প্যাকেট বেনসন সিগারেট ৪০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভোলা থেকে ঢাকাগামী লঞ্চে বেনসন সিগারেটের প্যাকেট ৪০০ টাকা। একটি স্প্রাইটের ক্যানের দাম ১০০ টাকা। এভাবে পানি, চিপস, চা কফি, চানাচুর, ডিম পরোটা ভাজি- সব কিছুর দামই দুইগুণ করে নেয়া হয় যাত্রীদের কাছ থেকে। কেউ প্রতিবাদ করলে হেনস্থার শিকার হন। লঞ্চ কর্তৃপক্ষ এসব বিষয় জানলেও কোনা ব্যবস্থা নেয় না। যাত্রী হয়রানির সঙ্গে লঞ্চের স্টাফদের যোগসাজস রয়েছে। টাকা নেওয়ার পর পুরো টাকার আবার স্লিপ দেয়া হয় না।

শুধু পণ্যের দামই যে বেশি রাখা হচ্ছে তাই নয়, অতিরিক্ত যাত্রীও বহন করছে লঞ্চ।

লঞ্চযাত্রায় পদে পদে এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন এক সেনা কর্মকর্তা। ভোলার চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি তাসরিফ নামে একটি লঞ্চে এমন অভিজ্ঞতা হয় তার। ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহনের প্রতিবাদ করায় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানান তিনি। এছাড়াও লঞ্চে বিক্রি করা প্রতিটি খাবারের দাম দ্বিগুন নেওয়া হয় বলেও জানান তিনি।

ওই সেনা কর্মকর্তা জানান, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি লঞ্চের একটি কেবিনে ওঠেন ঢাকায় আসার জন্য। পরে তিনি দেখতে পান, দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যেও লঞ্চের নিচে, ওপরে কেবিনের সামনে ও পায়ে হাঁটার জায়গাতেও লোক ওঠানো হয়েছে। যাত্রীদের তিল ধারণের ঠাঁই ছিল না।

পরে লঞ্চের ফ্লোরে থাকা যাত্রীদের কাছ থেকে জনপ্রতি পাঁচ থেকে ছয়শত টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন- কেবিনে ওঠার পর বের হওয়ার মতো জায়গাটুকুও ছিল না। হাঁটার মতো অবস্থা ছিল না। পরে রাত ১২টার দিকে প্রচণ্ড বেগে বাতাশ ছাড়লে লোকজন হইচই শুরু করেন। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি এভাবে কেন এত যাত্রী উঠিয়েছেন। তখন এমভি তাসরিফের মালিক পক্ষের সুপারভাইজার মামুন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

অভিযোগে ব্যাপারে জানতে চাইলে এমভি তাসরিফ কোম্পানির ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ওনার বক্তব্য সঠিক না। গতকাল আমাদের লঞ্চে যাত্রী একটু বেশি ছিল। তবে সেটা ধারণ ক্ষমতার বাইরে না। একটি লঞ্চে ধারণ ক্ষমতা এক হাজার ৫০ জন। কিন্তু ওই লঞ্চে যাত্রী ছিল মাত্র ৮০০ থেকে ৮৫০ জনের মতো। আর অতিরিক্ত জিনিসপত্রের দামের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আপনি সরেজমিনে দেখে যান।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক নৌ নিরাপত্তা ও মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমন অনিয়ম অভিযোগ পেলেই আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

বিভাগের খবর, ভোলা

আপনার মমত লিখুন :

 

ই বিাের াও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর  সংশোধন হচ্ছে আইন: মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে