৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

যাত্রীবাহি টিপু লঞ্চে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪২ অপরাহ্ণ, ১৭ জুন ২০১৭

বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি টিপু লঞ্চের শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মো. রুবেল (২২) নামে এক যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (১৭ জুন) সকাল সাতটার দিকে বরিশাল লঞ্চঘাট টার্মিনাল থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

আটক রুবেল রাজধানী ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।

পুলিশ জানিয়েছে- রুবেল চকবাজার এলাকার তার এক প্রতিবেশি শিশুকে গ্রাম দেখানো কথা বলে শিশুটির পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে শুক্রবার (১৬ জুন) রাতে বরিশালগামী টিপু-৭ লঞ্চের একটি স্টাফ কেবিন ভাড়া নেন।

পরে লঞ্চটি ছাড়লে রাত ১২ টার দিকে কেবিনের ভেতর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন রুবেল। এসময় শিশুটির চিৎকারে লঞ্চে দায়িত্বরত আনছার সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এই ঘটনায় রুবেলকে আটক করে একচোট দিয়ে পরবর্তীতে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান।’’

14 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন