যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী তরুণ-তরুণী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শানেরপাড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে রাজৈর থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান।
নিহত নূপুর আক্তার (২২) মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের সিরাজুল খানের মেয়ে। অপরজন হলেন রাজৈর উপজেলার মোল্লাদি গ্রামের কালু মাতুব্বরের ছেলে পলাশ মাতুব্বর (৩০)। পুলিশ বলছে, ওই তরুণ-তরুণী একে অপরের বন্ধু হতে পারে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক আলমগীর জানান, উপজেলার শানেরপাড়ে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী পলাশ ও নূপুর ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওই মহাসড়কের মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান।
দেশের খবর