বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:২৪ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: ‘যানজটের অজুহাতে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপিকে র্যালি করতে দেয়নি পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। বিপুল সংখ্যক পোষাকধারী এবং গোয়েন্দা পুলিশ মোতায়ন করা হয় নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায়।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এনামুল হক বলেন, ‘আজ সরকারি অফিস আদালত খোলা। ঢাকা শহরে অনেক যানজট। এর মধ্যে র্যালি হলে যানবাহন চলাচলে সমস্যা হবে। এছাড়া যেহেতু বিএনপির র্যালি করার অনুমতি নেই তাই করতে দেয়া হবে না। এরপরও যদি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। তারপরও মানবাধিকার দিবসের মতো দিনে র্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয়া হচ্ছে না।