বাবুগঞ্জে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম। গতকাল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে ওই মতবিনিময় সভা করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে দুদক কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম বলেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করতে হবে। দুর্নীতির আগ্রাসন প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিককে যার যার অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে।
তাহলেই সমাজ থেকে দুর্নীতির অভিশাপ দূর হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বরিশালের আঞ্চলিক পরিচালক মো. আবু সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রহমান, বিমানবন্দর থানার ওসি (তদন্ত) এম.আর মুকুল, প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইসহাক মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সরোয়ার মাহমুদ, মো. মশিউর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হান্নান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শাহজাহান মানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ, অফিস সুপার অনীতা সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুদক কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম ও বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন এবং ইউএনও মো. সাঈদুজ্জামান খান।
শিরোনামবরিশালের খবর