যুবককে গাছে বেঁধে নির্যাতন, সেই যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চুরির অপবাদ দিয়ে গাজীপুরের শ্রীপুরে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই যুবলীগ নেতা কায়সার ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার দমদমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, ওইদিন রাতে নির্যাতিত যুবকের বড়ভাই আশরাফুল আলম খান বাদী হয়ে শ্রীপুর থানায় আট জনসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে অভিযোগ দেন।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের আফছার উদ্দিন বাগমারের ছেলে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কায়সার (৪৫), মৃত বরকত খা’র ছেলে জিয়াউর রহমান (৩৮), মৃত সিরাজ উদ্দিন খা’র ছেলে ইজ্জত আলী (৫০), মৃত আজিজ খা’র ছেলে ফজলুল হক।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত আজিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে টাকা চুরির অপবাদ দিয়ে যুবলীগ নেতা কায়সারের নেতৃত্বে তার সহযোগীরা আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
এরপর হাতে-পায়ে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে তাকে নির্যাতন করেন কায়সার ও তার সহযোগীরা। অচেতন অবস্থায় আরিফুলকে ফেলে রাখা হয়।
ওইদিন সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল শেখ তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর ওইদিন রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। গতকাল শুক্রবার বিকেলে সরেজমিন তদন্তে পুলিশ নির্যাতনের সত্যতা পায়।
দেশের খবর