১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

যুবকের গাঁজা সেবন, তিন মাসের কারাদন্ড-পাঁচশত টাকা জরিমানা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:২৪ অপরাহ্ণ, ০৭ জুন ২০২৩

যুবকের গাঁজা সেবন, তিন মাসের কারাদন্ড-পাঁচশত টাকা জরিমানা

 লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে গাঁজা সেবনের দায়ে মো. মমিন (২৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদÐ ও পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকায় অভিযান চালিয়ে এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম। যুবক মমিন ওই এলাকার মহিউদ্দিন পিটারের ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ২৫ গ্রাম গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই যুবককে নিজ ঘরে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদÐ ও নগদ পাঁচশত টাকা জরিমানা করা হয়।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন