যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় বরিশালে গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে নিহত যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় বরিশালে গায়েবানা জানাজা নামাজ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর সদর রোডে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, সদস্য সচিব আকতার হোসেন মেবুল, জেলা (উত্তর) বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান টিপু, শাহ্ আমিনুল ইসলাম আমিন, আ.ন.ম সাইফুল আহসান আজিম, ইমন চাকলাদার, সরোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমিন ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
জানাজা শেষে নিহত যুবদল নেতা শাওনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশালের খবর, বিভাগের খবর