পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলার ১০ আসামিকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আসামিরা সবাই যুবলীগের নেতা-কর্মী।
আসামিরা হলেন, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ, সাংগঠনিক সম্পাদক মো: কালাম মোল্লা, ধানী সাফা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: ইকবাল মুন্সী, উপজেলা যুবলীগে সাবেক যুগ্ম আহবায়ক মো: কামরুল আকন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নজরুল সোহেল, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো: মিজান ফরাজী, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো: জয়নাল আবেদিন, যুবলীগের উপজেলা কমিটির সদস্য ফয়সাল ও ছাত্রলীগ সদস্য মো: বেল্লাল হোসেন।
আসামিরা আজ সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করলে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: বেল্লাল হোসেন তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই দিনভর মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রাফ গ্রুপের যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস গ্রুপের গুলিতে নিহত হন। মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মদ ফেরদৌসকে ১ নম্বর আসামি করে নিহতের ভাই স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি মো: জাকির হোসেন পন্ডিত বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন, নাসির জমাদ্দার ও মিজান সহ তিন আসামি জেল-হাজতে রয়েছেন।