বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৩৩ অপরাহ্ণ, ০১ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন::: আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের উভয় পাশের এলাকাসমূহে সকল আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-নারায়নগঞ্জ রোডের উভয় পাশের এলাকা, তালতলা মোড় হতে জালকুড়ি, রসুলপুর বৌ-বাজার, পাগলা বাজার হতে নন্দলালপুর, ফতুল্লা পোস্ট অফিস রোড, শিবু মার্কেট হয়ে হাজীগঞ্জ মোড় ও তৎসংলগ্ন এলাকার সকল আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।