ভারতে যৌতুকের টাকার জন্য স্ত্রীর কিডনি বিক্রি করেছেন এক ব্যক্তি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের ফারাক্কায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মুর্শিদাবাদের লালগোলা এলাকার বিশ্বজিতের সঙ্গে দুই বছর আগে বিন্দু গ্রামের রীতা সরকারের বিয়ে হয়। কিন্তু, শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয়া শুরু করে। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে রীতাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, গলব্লাডারে পাথর অপারেশনের জন্য রীতাকে ওষুধ দেয়া হয়। ওষুধ খাওয়ার পরেই জ্ঞান হারান রীতা। অপারেশনের পর আবারও শ্বশুরবাড়িতে ফিরে যান রীতা। শ্বশুরবাড়িতে ফেরার পরই শুরু হয় যৌতুকের জন্য অত্যাচার।
এর পরিপ্রেক্ষিতে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান রীতা। সেখানে ফেরার পর শিলিগুঁড়ি বেড়াতে গিয়ে আবারও শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় রীতাকে। তখনই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে ডানদিকের কিডনি নেই তার।
রীতা অভিযোগ জানান, শ্বশুরবাড়ির লোকজন গলব্লাডারে পাথর অপারেশনের নামে তার কিডনি বিক্রি করে দিয়েছে।
বিশেষ খবর