১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

রঙ তুলির আঁচড়ে ‘জয় বাংলা’ স্লোগান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৮ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে মূল সুরই হয়ে উঠেছে ‘জয় বাংলা’। মঞ্চে মাইকের পেছনে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারাই শুধু এ স্লোগান তুলছেন তা নয়। অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিদের মুখেও শোনা যাচ্ছে এই স্লোগান। পুরো ভাষণ নিজ ভাষায় দিলেও একাধিক বিদেশি অতিথি ‘জয় বাংলা’ শব্দ দুটি উচ্চারণ করছেন বাংলাতেই।

বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলির, জনপ্রতিনিধি, নেতাকর্মীরা সম্মেলনের আশেপাশে দলবেঁধে ঘুরে ঘুরে আওয়াজ তুলছেন ‘জয় বাংলা’ স্লোগান। যে মুষ্ঠিবদ্ধ হাত আন্দোলিত করে স্লোগানটি দেয়া হচ্ছে সে হাতকেই এবার ক্যানভাস বানিয়ে আঁকা হচ্ছে জয় বাংলা।

সম্মেলনস্থলের বাইরে শিল্পীরা নানা রংয়ের মধ্যে তুলিটাকে আলতো করে বুলিয়ে দিয়ে আঁকছেন ‘জয় বাংলা’সহ নানা স্লোগান। সম্মেলনে আগত অতিথিরাও বেশ উপভোগ করেছেন বিষয়টি।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন