আইনজীবীদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগের প্রাক্তন এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে দায়ের করা তিন মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে একই অভিযোগে পৃথক তিন মামলা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ।
স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর এই তিন মামলায় গোলাম মাওলা রনিকে আগাম জামিন দেন হাইকোর্ট।
গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘সুন্দরী সুজনা, দুই বৃদ্ধ এবং এক উকিল” শিরোনামে উপ-সম্পাদকীয়তে গোলাম মাওলা রনির একটি লেখা প্রকাশিত হয়।
রনির লেখায় আইনজীবীদেরকে কটূক্তি করা হয়েছে এই অভিযোগে ঢাকা, সিলেট ও রাজশাহীতে তার বিরুদ্ধে মামলা করেন আইনজীবীরা।
খবর বিজ্ঞপ্তি, জাতীয় খবর