বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের প্লেয়ার ড্রাফট প্রোগ্রাম চলছে। দলগুলো লটারির মাধ্যমে তাদের পছন্দের খেলোয়াড়দের ভেড়াচ্ছে দলে। বিপিএল চতুর্থ আসরের স্থানীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবু হায়দার রনি। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রনিকে এবার দলে নিয়েছে বরিশাল বুলস। অন্যদিকে জাতীয় দলের পেসার রুবেল হোসেন গত আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে শেষ দিকে মাঠে নামলেও এবার নাম লেখানে রংপুর রাইর্ডাসে। অন্যদিকে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক চতুর্থ আসরে নাম লিখিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসে। আগের আসরে তার দল ছিল রংপুর রাইডার্স।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে পেয়েছে খুলনা টাইটানস। আগের আসরে এই ব্যাটসম্যান খেলেছেন রংপুর রাইডার্সে। খেলোয়াড় বেছে নেওয়ার ভাগ্যে ঢাকা ডায়নামাইটস পেয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েইন পারনেলকে। আর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব টি-টোয়েন্টি জেতানো কার্লোস ব্রাথওয়েটকে পেয়েছে বরিশাল বুলস।
ড্রাফটে উপস্থিত আছেন চট্টগ্রামের অধিনায়ক তামিম ইকবাল, কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
খবর বিজ্ঞপ্তি, খেলাধুলার খবর