বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণ, সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায় ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রত্যাহিক পেট্রলিং পরিচালনা করেছে নৌবাহিনীর সদস্যরা।
শনিবার (১০ আগস্ট) দুপুর ১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ বাজারে ঘুরে ঘুরে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র-জনতা ও সাধারন মানুষের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার। এ সময় তারা উপস্থিত সকলের মতামত শোনেন।
রাঙ্গাবালীর দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার জানান, ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যাহিক পেট্রলিং কার্যক্রমের অংশ হিসেবে আজ চরমোন্তাজ পরিদর্শনে এসেছি। স্থানীয় জনসাধারণ, ব্যাবসায়ী ও ছাত্রদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনেছি।
আমরা এখানকার সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের মন্দিরও পরিদর্শন করেছি। সবার সাথে মতবিনিময় করে চরমোন্তাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মনে হয়েছে। সকলের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়তে পারব বলে আশা করি।